এখনো থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল

খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ঘটনার সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেপ্তার ও বিচারসহ আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে জুম্ম ছাত্র-জনতা। এ ছাড়া সদর উপজেলা ও গুমারা উপজেলায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত আছে।
এদিকে জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে শুধুমাত্র খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা এ দুই সড়কে অবরোধ শিথিল করা হয়েছে।
জুম্ম ছাত্র-জনতার এক মুখপাত্র বলেন, গুইমারায় গুলিতে ও নির্যাতনে আহত ভাই-বোনদের উন্নত চিকিৎসা এবং মরদেহ সৎকারের সুবিধার্থে ঢাকা-খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ শিথিল করা হয়েছে।
আজ সোমবার পরিস্থিতি স্বাভাবিক ছিল। দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকালে খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকায় গিয়ে দেখা যায়, সার্বিক পরিস্থিতি থমথমে। শহরে দুই একটা টমটম চললেও কোন দোকানপাট খোলা ছিল না।
তবে অবরোধ শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে কিছু বাস, ট্রাক ও আটকেপড়া গাড়ি ছেড়ে গেছে।
স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সংঘর্ষকে কেন্দ্র করে নিহতদের মরদেহ এখনো সদর হাসপাতালের মর্গে আছে। এ তিনজন হলেন-সিন্দুকছড়ি ইউনিয়নের দেবলছড়ি চেয়ারম্যান পাড়ার আথুই মারমা (২১), হাফছড়ি ইউনিয়ন সাং চেং গুলি পাড়া আথ্রাউ মারমা (২২) ও রামসু বাজার বটতলা তৈইচিং মারমা (২০)।
খাগড়াছড়ি সিভিল সার্জন ছাবের আহম্মেদ বলেন, 'গতকাল রোববার থেকে আজ সকাল পর্যন্ত ১৪ জন আহত রোগীকে নিয়ে আসা হয়েছে। এরমধ্যে একজনকে গতকাল রাতে চট্টগ্রামে রেফার করা হয়েছে। বর্তমানে ১৩ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া তিনজনের মরদেহ আনা হয়েছে।'
খাগড়াছড়ির পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, 'সোমবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইন-আইন-শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত আছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।'
গত মঙ্গলবার রাত ৯টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। পরদিন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে শয়ন শীল নামে একজনকে আটক করেছে পুলিশ। তাকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
Comments