চট্টগ্রামে ওয়াসার খননকাজে গ্যাসলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে শতাধিক পরিবার

সোমবার সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা তীব্র গ্যাস সংকটে পড়েন। ছবি: স্টার

চট্টগ্রাম ওয়াসার একটি পয়োনিষ্কাশন প্রকল্পের কাজ চলাকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) একটি লাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে আজ সোমবার ভোর থেকে নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা তীব্র গ্যাস সংকটে পড়েছেন।

কেজিডিসিএলের কর্মকর্তারা জানান, আজ সকালে পয়োনিষ্কাশন ব্যবস্থার জন্য খননকাজ চলাকালে এনায়েত বাজার এলাকার লাইনটি কেটে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ওই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখে। এতে এনায়েত বাজার, আসকার দীঘির পাড়, জামাল খান, ঝাউতলা, নন্দনকানন ও হেম সেন লেন এলাকার শতাধিক পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।

আসকার দীঘির পাড় এলাকার বাসিন্দা শুভেচ্ছা ঘোষ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকালে হঠাৎ করেই গ্যাস বন্ধ হয়ে যায়। পরিবারের জন্য নাশতা বা দুপুরের খাবার কিছুই রান্না করতে পারিনি। বড়রা বাইরে থেকে খাবার কিনে কোনোমতে চলতে পারলেও আমার শিশুটি সবচেয়ে বেশি ভুগছে। কারণ সে হোটেলের খাবার খেতে পারে না। আমাদের দুর্ভোগের কোনো সীমা নেই।'

এনায়েত বাজারের আরেক বাসিন্দা মৌসুমী সারওয়ার বলেন, 'ভোরেই চুলা নিভে যায়। আমার কোনো ইন্ডাকশন কুকার নেই, তাই চরম সমস্যায় পড়েছি এবং পুরো পরিবারের জন্য হোটেলের খাবারের ওপর নির্ভর করতে হবে।'

এ বিষয়ে যোগাযোগ করা হলে চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) বিষ্ণু কুমার সরকার ডেইলি স্টারকে বলেন, চট্টগ্রাম স্যুয়ারেজ সিস্টেম প্রকল্পের কাজ চলছে। আমাদের কাজের কারণে যদি অনাকাঙ্ক্ষিতভাবে কেজিডিসিএলের কোনো লাইন কেটে গিয়ে থাকে, আমরা বিষয়টি খতিয়ে দেখব।

কেজিডিসিএলের উপমহাব্যবস্থাপক (বিপণন-উত্তর) প্রকৌশলী রফিক খান বলেন, দুর্ঘটনা এড়াতে আমাদের অনেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। লিকেজ মেরামতে আমাদের রক্ষণাবেক্ষণ ও কারিগরি দল মাঠে কাজ করছে। আশা করছি, কয়েক ঘণ্টার মধ্যেই লাইনটি চালু করা যাবে।

এদিকে, বিকেল ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি।

Comments