পাবনায় ৪০ মণ ভেজাল দুধ জব্দ, কারাগারে ২

স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনার ফরিদপুর উপজেলায় দুধে ভেজাল মেশানোর অপরাধে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ৪০ মণ ভেজাল দুধ ও ভেজাল সামগ্রী জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালনগর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোরশেদ সাংবাদিকদের বলেন, 'আমরা তথ্য পেয়েছিলাম গোপালনগর গ্রামে দুধে ভেজাল মেশানো হচ্ছে।'

'দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা হলেন—মো. তারেক (২৫) ও তার স্ত্রী মুন্নী খাতুন (২০)। তারেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ এক লাখ টাকা এবং মুন্নীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে,' বলেন তিনি।

মোরশেদ জানান, সয়াবিন তেল, কেমিক্যাল, ডালডা ব্যবহার করে এই দম্পতি বাড়িতে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন।

Comments

The Daily Star  | English
cold wave in northern Bangladesh

Up to 4°C colder than last year: North Bangladesh shivers

Rangpur Met Office says harsh conditions may persist for several more days

10h ago