টাকা না দিলে ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি, ২ পুলিশ বরখাস্ত

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

মাদকের মিথ্যা মামলায় একজনকে ফাঁসানোর অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত উপপরিদর্শক (এসআই) মো. মহসিন ও কনস্টেবল মো. আজাদ সিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর জোনে কর্মরত।

ডিবি পুলিশের বন্দর বিভাগের উপকমিশনার মো. আবু বকর সিদ্দিক আজ মঙ্গলবার বিকেলে তাদের সাময়িক বরখাস্তের তথ্য নিশ্চিত করেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আদালতে মামলা হওয়ার পর প্রাথমিক তদন্ত শেষে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তে দোষ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

গতকাল সোমবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হলে, অপরাধ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

মামলা সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই ডিবি পুলিশ নগরের ডবলমুরিং এলাকার বাসিন্দা জাকির হোসেনকে আটক করে ২ লাখ টাকা দাবি করে। পেশায় বাবুর্চি জাকির টাকা দিতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। 

খবর পেয়ে জাকিরের বোন সাবিনা আক্তার মনসুরাবাদ ডিবি কার্যালয়ে গেলে অভিযুক্ত পুলিশ সদস্যরা জানান, জাকিরের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এক লাখ টাকা দিলে তারা ৪০০ ইয়াবা দেখিয়ে মামলা দেবেন, আর দুই লাখ টাকা দিলে কোনো মামলা ছাড়াই ছেড়ে দেবেন।

পরে সাবিনা আক্তার বিষয়টি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ডিবি পুলিশকে জানান, এত টাকা দেওয়া তাদের সম্ভব নয়। 

পরদিন ২৩ জুলাই ডবলমুরিং থানায় জাকিরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ডিবি পুলিশ। মামলায় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার দেখানো হয়।

পুলিশের রেকর্ড অনুযায়ী, ২০১৯ সালে সদরঘাট থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার চার্জশিটে জাকিরের নাম ছিল।

Comments

The Daily Star  | English

BNP says ‘no’ to constitutional reforms under interim govt

The BNP has said it will not support any constitutional reforms before the national election in February 2026, arguing that such changes must be made by the next parliament.

6h ago