ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখেন খাটের ওপর বৃদ্ধ মা ও মেয়ের গলাকাটা মরদেহ

স্টার অনলাইন গ্রাফিক্স

খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রত্যন্ত এলাকায় এক বাড়ি থেকে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন—রামগড় পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলা এলাকার মৃত মীর হোসেনের স্ত্রী আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রাহেনা বেগম (৪২)।

আজ বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা তাদের মরদেহ দেখতে পান।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

তারা জানান, আমেনার পাঁচ ছেলে ও দুই মেয়ে। রাহেনা তার মায়ের সঙ্গে থাকতেন। তার স্বামী ওমান প্রবাসী। আমেনার এক ছেলে রামগড়ে, একজন চট্টগ্রামের বারৈয়ারহাট ও একজন ফেনীর ছাগলনাইয়া উপজেলায় থাকেন এবং দুইজন প্রবাসী।

রাহেনার আরেক বোন কোথায় থাকেন তা জানাতে পারেননি প্রতিবেশীরা।

তারা জানান, এদিন সকালে কারও কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরে ঢুকে কয়েকজন প্রতিবেশী দেখেন, পাশাপাশি দুই ঘরে খাটের ওপর মা ও মেয়ের মরদেহ পড়ে আছে।

পরিচয় প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, জমি নিয়ে মায়ের সঙ্গে সন্তানদের অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, 'স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

9h ago