আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের চাপে ৫ বার বদলাতে হয়েছে, ট্রাইব্যুনালে চিকিৎসক

আবু সাঈদ
পুলিশের ছোড়া গুলির সামনে দাঁড়ানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন সাঈদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের চাপে ৫ বার বদলাতে হয়েছে।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. মো. রাজিবুল ইসলাম এ কথা বলেন।

গত বছরের ১৬ জুলাই রংপুরে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। তারে মরদেহের ময়নাতদন্ত করেন ডা. রাজিবুল।

এই চিকিৎসক ট্রাইব্যুনালে বলেন, 'মূল ময়নাতদন্ত প্রতিবেদনে আবু সাঈদের মৃত্যুর কারণ গুলির আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের উল্লেখ করা হয়েছিল। কিন্তু স্থানীয় পুলিশ তা গ্রহণ করেনি।'

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালের সামনে এ জবানবন্দি দেন ডা. রাজিবুল।

অভিযুক্ত আবদুল্লাহ আল-মামুন ইতোমধ্যে মামলার রাজসাক্ষী হওয়ার ইচ্ছা জানিয়ে আবেদন করেছেন। আজ ট্রাইব্যুনালে শুনানির সময় তিনি এজলাসে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

6h ago