রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে আগুন: পুলিশের মামলায় আসামি অজ্ঞাত সাড়ে ৩ হাজার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরাল পাগলা নামে পরিচিত নুরুল হকের মাজারে হামলা এবং কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, থানার উপ-পরিদর্শক সেলিম বাদী হলে আজ শনিবার ভোরে এ মামলা করেন।
মামলায় পুলিশের ওপর হামলা, সরকারি দায়িত্বপালনে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
ওসি বলেন, 'আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। বিশেষ করে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে।'
গতকাল শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শত শত মানুষ একটি 'দরবার শরিফে' হামলা চালায় এবং নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল নুরাল পাগলার অনুসারী ও 'ঈমান-আকিদা রক্ষা কমিটি'র ব্যানারে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়।
এতে একজন নিহত ও সাংবাদিকসহ ২২ জন আহত হন।
পুলিশ ও স্থানীয় প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করে। এ সময় পাথর নিক্ষেপ ও মারধরে পাঁচ পুলিশ সদস্য ও দুই প্রশাসনিক কর্মকর্তা আহত হন।
ওসি জানান, পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে এবং নিহত ব্যক্তির পরিবার অভিযোগ করলে আলাদা হত্যা মামলা হবে।
তিনি আরও বলেন, এ হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউ অভিযোগ করতে চাইলে পুলিশ পৃথক মামলা নথিভুক্ত করবে।
Comments