আদাবরে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর আদাবর এলাকায় রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার রাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যান। এদিন সকাল আনুমানিক ৬টার দিকে আদাবর ১০ নম্বর এলাকায় রিপনের বাসার সামনে তার ওপর হামলা হয়।
'হামলাকারীদের হাত থেকে রিপনকে গিয়ে তার স্ত্রী আরজু বেগম ও ছেলে মো. ইমন আহত হন,' বলেন জাকারিয়া।
আরজু বেগম বলেন, 'বেল্টু মনির ও বাবু আমার স্বামীকে কুপিয়েছে। তারা আমাদের এলাকায় মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত। এর বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার স্বামীকে টার্গেট করেছে।'
পুলিশের ধারণা, 'রাজু গ্রুপ' ও 'বেল্টু মনির গ্রুপ' এর দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে।
জাকারিয়ার মতে, রাজু গ্রুপের রাজু তার ভাই। রিপন এই গ্যাংয়ের সদস্য ছিলেন।
'হামলাকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে,' বলেন জাকারিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
Comments