আল্লাহ তুই দেহিস: চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় ময়মনসিংহে গ্রেপ্তার ২

ছবি: ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহের তারাকান্দায় জোর করে এক বৃদ্ধের চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মজলু মিয়া (৫০) ও সুজন মিয়া (৩০) তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ এলাকার বাসিন্দা।

আজ বুধবার তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার বিকেল ও রাতে ময়মনসিংহ নগরী থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের আদালতে হাজির করে প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানান ওসি।

কাশিগঞ্জ গ্রামের বাসিন্দা হালিম উদ্দিন আকন্দের (৭০) চুল-দাড়ি জোর করে কেটে দেওয়ার ঘটনায় গত শনিবার তার ছেলে মো. শহীদ আকন্দ একটি মামলা করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখ করে মোট ১২ জনকে আসামি করা হয়। 

ওসি টিপু সুলতান বলেন, 'ঘটনাটি প্রায় ৪ মাস আগের। তবে সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়ায় দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি জানার পর আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর তারা থানায় মামলা করেন।'

ইতোমধ্যে মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান ওসি।   

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, বয়োজ্যেষ্ঠ একজনকে জোর করে চুল কেটে দিচ্ছেন তিন ব্যক্তি। বৃদ্ধ অনেকক্ষণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে পারেননি। শেষে অসহায় আত্মসমর্পণের একপর্যায়ে তার মুখ থেকে বেরিয়ে আসে করুণ আর্তনাদ 'আল্লাহ তুই দেহিস'।

Comments

The Daily Star  | English

A new standard or special treatment?

Debate erupts over court appearance of army officers

1h ago