জুলাই আন্দোলন ছিল দীর্ঘ দিনের ষড়যন্ত্রের অংশ: ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বিটিআরসি, গণঅভ্যুত্থান,

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেছেন, ২০২৪ সালে কোনো যুদ্ধ হয়নি। বরং জুলাই আন্দোলন ছিল দীর্ঘ দিনের অবৈধ পরিকল্পনা ও ষড়যন্ত্র অংশ।

আজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তৃতীয় দিনের জেরায় তিনি এ কথা বলেন।

তবে এই বক্তব্য অসত্য বলে মন্তব্য করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীর।

আদালত উভয়পক্ষের জবানবন্দি রেকর্ড করেছেন।

আমির হোসেন বলেন, 'এই সরকারের (অন্তর্বর্তীকালীন সরকার) সদস্যরা নেপথ্যে অন্যায়ভাবে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছে৷'

'জুলাই আন্দোলনকারীদের এক দফা দাবি—সরকারের পতন ছিল বেআইনি৷ আন্দোলনকারীরা সারা দেশে জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক কার্যকলাপ করেছে,' যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ (৫৪তম) সাক্ষী হিসেবে মো. আলমগীর সাক্ষ্য দিয়েছেন।

এই মামলায় এর আগে সাক্ষ্য দিয়েছেন স্বজনহারা অনেক পরিবারের সদস্য। এছাড়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান সাক্ষ্য দিয়েছেন।

এই মামলায় রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Comments

The Daily Star  | English

15 military officers held in army custody taken to ICT amid tight security

The tribunal is set to review the progress of two cases of enforced disappearance

17m ago