জরিমানা করায় হাইওয়ে পুলিশ সদস্যকে মারধর

গাজীপুরের শ্রীপুরে অবৈধ পার্কিংয়ের অভিযোগে বাসকে জরিমানা করায় হাইওয়ে পুলিশের এক সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কনস্টেবল আব্দুর রব (৪৫) মাওনা হাইওয়ে থানার রেকার চালক। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় শেরপুর থেকে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে। বাসচালক জাকির হোসেন সোহেল (৩৫) ও সহকারী আরিফ মিয়াকে (৩২) আটক করা হয়েছে।
পুলিশ সদস্যকে মারধরের ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে। এতে দেখা যায়, কয়েকজন যুবক হাইওয়ে পুলিশের ইউনিফর্ম পরা কনস্টেবল আব্দুর রবকে ধাক্কা দিচ্ছেন ও কিল-ঘুষি মারছেন। হঠাৎ লুঙ্গি ও সাদা পাঞ্জাবি পরা একজন তাকে ধাক্কা দিয়ে সড়কের পাশের একটি দোকানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
ওসি আইয়ুব আলী বলেন, 'বাসটি জৈনাবাজার এলাকায় মহাসড়কের মাঝখানে থামিয়ে যাত্রী তুলছিল। এতে যানজট সৃষ্টি হলে পুলিশ বাসটি সাইডে নিতে বলে। রেকারের দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুর রব অবৈধ পার্কিংয়ের অভিযোগে চালকের নামে ২ হাজার টাকা বিল করেন। চালক ও হেলপার বিল দিতে অস্বীকৃতি জানালে তর্কবিতর্ক শুরু হয়।'
'এ সময় স্থানীয় কিছু লোক ও শ্রমিকনেতা এসে পুলিশ সদস্যের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। পরে লুঙ্গি পরা একজন হামলা চালালে অন্যরাও যুক্ত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি দ্রুতগতিতে ঢাকার দিকে পালিয়ে যায়,' বলেন তিনি।
পরে রাজেন্দ্রপুর এলাকা থেকে বাসটি জব্দ এবং চালক ও হেলপারকে আটক করা হয় বলে জানান তিনি।
শ্রীপুর থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক ডেইলি স্টারকে বলেন, 'হাইওয়ে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
Comments