সেতুর নিচে পড়ে থাকা ট্রাভেল ব্যাগ খুলতেই বেরিয়ে এলো তরুণীর হাত-পা বাঁধা মরদেহ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উৎকট গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় জানালে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক সেতুর নিচ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে অন্তত তিন দিন আগে।'

'মরদেহটি গুমের উদ্দেশ্যে হাত-পা বেঁধে পলিথিনে মুড়িয়ে স্কচ টেপ পেঁচিয়ে ট্রাভেল ব্যাগে ভরে নদীতে ফেলার চেষ্টা করা হয়েছিল। তবে ব্যাগটি পানিতে না পড়ে ঢালে আটকে থাকে,' বলেন রাশেদুল।

তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বয়স ২০ বছরের কম হবে। পুলিশ পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে।'

এদিকে মোগরাপাড়া ইউনিয়নের আমতলা এলাকার বাসিন্দা সায়মা আক্তার মীম (১৮) নামে এক নারী গত শুক্রবার নিখোঁজ হন।

স্বজনের মত, মরদেহটি মীমের হতে পারে। তবে পরিবারের সদস্যরা শতভাগ নিশ্চিত হতে পারেননি।

মীম পাবনার সুজানগর উপজেলার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি আমতলা এলাকার একটি ভাড়া বাসায় স্বামী মো. রায়হানের সঙ্গে থাকতেন। রায়হানের বাড়ি কুমিল্লায়।

রাশেদুল জানান, মরদেহটি কলাগাছিয়া নৌ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তারাই তদন্ত করবে।

মীমের মামা খোকন শেখ সাগর জানান, দুই বছর আগে পরিবারের অমতে রায়হানকে বিয়ে করেন মীম।

গত শুক্রবার সকাল ১০টার দিকে সাগর মীমের বাড়িতে গিয়ে জানতে পারেন রায়হান আরেকটি বিয়ে করেছে, এ নিয়ে দুজনের মধ্যে মনমালিন্য চলছে।

'শনিবার বাসায় গিয়ে মীমকে পাইনি। রায়হানকে জিজ্ঞাসা করলেও সে সঠিক কোনো জবাব দিতে পারেনি। চার দিন সন্ধান না পেয়ে আজ (মঙ্গলবার) সকালে আমি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছি,' বলেন সাগর।

তিনি ডেইলি স্টারকে আরও বলেন, 'আমি ও আমার স্ত্রী ৮০ ভাগ নিশ্চিত, এটা আমার ভাগ্নির মরদেহ। তার স্বামীই তাকে খুন করে লাশ নদীতে ফেলে দিতে চেয়েছিল।'

কলাগাছিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক সালেহ আহমেদ পাঠান বলেন, 'মরদেহটি মীমের কি না সে বিষয়ে এখনো শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।'

'তবে মীমের পরিবারের সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য রায়হানকে হেফাজতে নেওয়া হয়েছে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

3h ago