যাত্রাবাড়ীতে কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার, শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে হিমু ওরফে কালু (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই কিশোরের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আজ শুক্রবার যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে এদিন সকালে যাত্রাবাড়ীর নবীনগর রোডের মেডিবাংলা হাসপাতালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

হিমুর খালাতো বোনের জামাতা হাসান খান জানান, যাত্রাবাড়ীর মীরহাজির এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন হিমু। তার বাবার নাম মিন্টু মিয়া।

তিনি আরও জানান, হিমু মাদকাসক্ত ছিলেন। রিহ্যাবেও ছিলেন।

'গতকাল সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে রাত ২টার দিকে বাসায় ফেরে হিমু। দেরিতে ফেরায় তার মা রেখা বেগম বাসায় ঢুকতে দেননি। সকালে তার মরদেহ পাওয়া যায়,' বলেন হাসান।

জুয়েল রানা আরও বলেন, 'ওই কিশোরের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে একটি সিসিটিভি ক্যামেরা ছিল, সেটি ছিঁড়ে ফেলা হয়েছে। পুলিশ তদন্ত করছে।'

Comments