মেঘনায় উদ্ধার মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের, শনাক্ত করেছেন স্বজনরা

ছবি: তানজিল হাসান/স্টার

মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে উদ্ধার মরদেহটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বলে নিশ্চিত করেছেন তার স্বজনরা।

আজ শুক্রবার রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার ও ভাই চিররঞ্জন সরকার মরদেহ শনাক্ত করেন।

চিররঞ্জন সরকার বলেন, আমরা আসলে কোনো কিছু বলতে পারছি না কীভাবে কী হলো। সে মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করছিল। পুলিশ আমাদেরকে একটি মরদেহের ছবি পাঠায়। সেটা দেখে আমরা প্রাথমিকভাবে ধারণা করি। পরে মরদেহ দেখে নিশ্চিত হই।

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বের হয়েছিল। বউদি দুপুরে ফোন করে না পাওয়ায় আমরা তাকে খুঁজতে শুরু করি। রমনা থানায় জিডিও করা হয়। এটা আত্মহত্যা নাকি খুন, নাকি অন্য কোনো কিছু, তা আমরা জানি না।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সালেহ আহমেদ পাঠান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামীকাল শনিবার ময়নাতদন্তের পর তার মরদেহ ঢাকায় নেওয়া হবে।'

বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকায় সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কাজ করতেন। এছাড়া, বিভিন্ন গণমাধ্যমে তিনি নিয়মিত কলাম লিখতেন।

গতকাল সকাল ১০টার দিকে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

Comments

The Daily Star  | English

Officials for polls duty: BNP to oppose hiring from select entities

Party will ask EC not to pick people from Islami Bank, Al-Arafah Islami Bank, Islami Bank Hospital, Ibn Sina Trust

9h ago