গাজীপুর-কক্সবাজারে এস আলমের ২৮ হাজার কাঠা সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, পরিবারের সদস্য ও সহযোগীদের মালিকানাধীন মোট ২৮ হাজার ৪৫৩ কাঠা স্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
এসব সম্পত্তি গাজীপুর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
দুদক উপপরিচালক তাহসিন মোনাবিল হকের করা আবেদনে বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এস আলম ও অন্যান্যরা এই সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। এটা ঠেকাতে আদালতের আদেশ প্রয়োজন।
এর আগে, গত ২০ অক্টোবর একই আদালত এস আলম, পরিবার ও সহযোগীদের নামে ১০৫টি কোম্পানি ও প্রতিষ্ঠানের মোট ৫১ কোটি ৩১ লাখ ৮২ হাজার ৩৮৬ শেয়ার জব্দের আদেশ দেন, যার বাজারমূল্য প্রায় ৮০০ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ২৯৫ টাকা।
৯ জুলাই একই আদালত এস আলম গ্রুপ চেয়ারম্যান সাইফুল আলম, পরিবারের সদস্য ও সহযোগীদের ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন। ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এসব অ্যাকাউন্টে মোট ১১৩ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা জমা ছিল।
২৪ জুন আদালত সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও জার্সি আইল্যান্ডের সম্পত্তি জব্দ ও বাজেয়াপ্তের নির্দেশ দেন।
দুর্নীতির অভিযোগ সংক্রান্ত এ মামলায় আদালত এর আগে কয়েক দফায় এস আলমের আরও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিল। যার মধ্যে ১৭ জুন ২০০ একর, ৯ এপ্রিল ৮ হাজার কাঠা, ২৩ এপ্রিল ৯ হাজার ৬৪৬ কাঠা, ৩০ জানুয়ারি ৫৮ একর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছিলেন আদালত।


Comments