মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ৩০ নভেম্বর

মির্জা আব্বাস। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে ২০০৭ সালের আগস্টে করা একটি দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ করেছে বাদীপক্ষ দুর্নীতি দমন কমিশন (দুদক)।

যুক্তিতর্ক শেষে আদালতের কাছে মির্জা আব্বাসের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছে বাদীপক্ষ।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

তিনি আব্বাসের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা হয়েছে উল্লেখ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন।

এরপর মির্জা আব্বাসের পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

শুনানি শেষে আদালত আগামী ৩০ নভেম্বর এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করেন। তবে, বিবাদীপক্ষ চাইলে আগামী ২৬ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবেন বলেও জানান বিচারক।

এর আগে, আদালত মামলার অভিযোগকারীসহ রাষ্ট্রপক্ষের ২৪ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

২০০৭ সালের ১৬ আগস্ট মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ৫ কোটি ৬৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং নির্বাচন কমিশনের কাছে ২৩ লাখ টাকার সম্পদের বিবরণী গোপন করার অভিযোগে রমনা থানায় এ মামলা করে দুদক।

২০০৮ সালের ১৬ জুন আদালত দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

কিন্তু, পরে আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার বিরুদ্ধে বিচার কার্যক্রম বাতিল করে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

6h ago