গোপালগঞ্জে জেলা ছাত্রদল সভাপতির ওপর হামলা

মিকাইল হোসেন। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা ছাত্রদল সভাপতি মিকাইল হোসেনের (৩২) ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

সদর উপজেলার বড় ডুমরাশুর গ্রামের সাভানা ইকোপার্ক ও রিসোর্টের মূল ফটকের সামনে বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

হামলার শিকার মিকাইল হোসেনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত মিকাইল সাংবাদিকদের জানান, গতকাল বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবরের সদর উপজেলার সাতপাড়ে নির্বাচনী জনসভা থেকে কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি সাভানা পার্কে ঘুরতে যান। সেখানে পার্কের এক কর্মচারীর সঙ্গে মোটরসাইকেল ভেতরে নেওয়া নিয়ে বাকবিতণ্ডা হলে পার্কের ব্যবস্থাপকসহ অন্যরা বিষয়টি মীমাংসা করে দেন। 

তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্ক থেকে বের হওয়ার সময় হঠাৎ অজ্ঞাত কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় লাঠির আঘাতে ও কিল-ঘুষিতে গুরুতর আহত হন তিনি।

জানতে চাইলে স্থানীয় বোলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আফজাল হোসেন ডেইলি স্টারকে জানান, পার্কের এক স্টাফের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে মিকাইল হোসেনের সঙ্গে থাকা একজন স্টাফকে থাপ্পর মারেন। এরপর মিকাইল পার্ক থেকে বের হওয়ার সময় স্থানীয় কয়েকজন ও পার্কের কর্মীরা তাকে ঘিরে ধরে মারধর করে।

তিনি বলেন, 'আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। হামলার সময় ছাত্রদল সভাপতি পার্কের একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন। পরে আমরা গিয়ে তাকে নিরাপদে বের হয়ে আসতে সহায়তা করি।'

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দাখিল হয়নি।

ওসি আনিসুর রহমান বলেন, 'অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

16h ago