প্রাইম টার্গেটকে খুঁজছি, প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছি: ডিএমপি কমিশনার

শেখ মো. সাজ্জাত আলী | ছবি: ভিডিও থেকে নেওয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, 'আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি।'

অন্যান্য প্রার্থীদের নিরাপত্তায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

আজ শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, 'আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি। আমরা গণমাধ্যমে দিয়ে দিচ্ছি, প্রাইম টার্গেটকে খুঁজছি। এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। আশা করি, এটা আমরা হিট করতে পারবো।'

হামলাকারীর নাম জানতে চাইলে তিনি বলেন, 'নাম বলা যাচ্ছে না। আমরা তাকে খুঁজছি, জনগণের সহযোগিতা চাচ্ছি। আশা করি, শনাক্ত করে ফেলব।'

হত্যাকাণ্ডে কতজন জড়িত জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, 'অত বিস্তারিত আমরা পাইনি এখনো।'

'এটা তদন্ত আওতায় রয়েছে, এর বেশি বলা সম্ভব না,' যোগ করেন তিনি।

অন্য প্রার্থীদের নিরাপত্তার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, 'তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি আমরা।'

নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হন।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

3h ago