ডেইলি স্টার-প্রথম আলোতে হামলা: কারাগারে আরও ২
দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের পৃথক মামলায় আরও ২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালত এই আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের এক কর্মচারী।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—স্বপন মণ্ডল (২৭) ও আমিনুল ইসলাম (২১)।
গতকাল স্বপন মণ্ডলকে ডেইলি স্টার কার্যালয়ে হামলা এবং আমিনুল ইসলামকে প্রথম আলো অফিসে হামলার মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে এই দুই মামলায় মোট ২৯ জনকে কারাগারে পাঠানো হয়।
গত ২২ ডিসেম্বর তেজগাঁও থানায় ৩৫০-৪০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধি, সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন দ্য ডেইলি স্টারের হেড অব অপারেশনস মিজানুর রহমান।
একই দিন প্রথম আলোর টিজিই অফিসের নিরাপত্তা প্রধান মেজর (অব.) সাজ্জাদুল কবির তাদের অফিসে হামলার ঘটনায় একই আইনে ৪০০-৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার বিবরণীতে বলা হয়, গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাতে অস্ত্র, লাঠি ও দাহ্য পদার্থ নিয়ে কারওয়ানবাজার এলাকায় গেট ভেঙে দ্য ডেইলি স্টার ভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আসবাবপত্র ও নথিপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভবনের ৩টি তলায় আগুন ধরিয়ে দিলে সাংবাদিকসহ ৩০ জন কর্মী আটকা পড়ে।
প্রায় ৫ কোটি টাকার মূল্যের ২০০টিরও বেশি কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, প্রিন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। বেশ কয়েকটি লকারে সংরক্ষিত প্রায় ৩৫ লাখ টাকা লুট করা হয়েছে। মোট আনুমানিক ক্ষতি প্রায় ৪০ কোটি টাকা।
একই ঘটনা ঘটে প্রথম আলো অফিসে। সেখানে লুট করা সম্পত্তির মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। ভাঙচুর ও আগুনে ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা।
দুই ঘটনার মামলায় বলা হয়, ভয় দেখানো, ক্ষতিসাধন, অফিসের কার্যক্রম ব্যাহত করা এবং সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করার উদ্দেশ্যে সংঘবদ্ধ গোষ্ঠী এ হামলা চালায়।


Comments