ডেইলি স্টার–প্রথম আলোতে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

ছবি: সংগৃহীত

দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর ওপর সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। 

পৃথক দুই কর্মসূচি থেকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যরা আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

ব্যানার হাতে অংশ নেওয়া সাংবাদিকরা দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর ওপর চালানো সহিংসতার তীব্র নিন্দা জানান এবং বলেন, এসব হামলা সরাসরি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন্দ বলেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর হামলা শুধু দুটি প্রতিষ্ঠানের ওপর নয়, বরং সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। 

তিনি বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সাংবাদিকরা দীর্ঘদিন লড়াই করেছেন এবং সেই আন্দোলনের ফলেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।

আকন্দ অভিযোগ করেন, আগাম তথ্য থাকা সত্ত্বেও পুলিশের একটি অংশ ও প্রশাসনের কিছু মহল সময়মতো পদক্ষেপ নেয়নি। 

তিনি বলেন, অনেক কর্মকর্তা এখনো আগের ফ্যাসিস্ট সরকারের মানসিকতা বহন করছেন। 

অতীতে সাগর-রুনি হত্যা মামলাসহ সাংবাদিক হত্যার বিচার না হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নতুন সরকারের কাছ থেকে বিচার প্রত্যাশা করা হলেও এখন গণমাধ্যম প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা দেখা যাচ্ছে।

ঐক্যের আহ্বান জানিয়ে তিনি সাংবাদিকদের নীরব না থাকার অনুরোধও জানান।

ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তামাল বলেন, গণমাধ্যমের ওপর হামলা নতুন নয়, কিন্তু সহিংসতা চালিয়ে গণমাধ্যমকে দমন করা যায় না। গণমাধ্যম সব সময়ই ঘুরে দাঁড়িয়েছে, এবারও এই দুটি গণমাধ্যম তাই করেছে।

তিনি হামলাগুলোকে নজিরবিহীন উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশার সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন ডিআরইউর সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, দ্য ডেইলি স্টারের তুহিন শুভ্র অধিকারীসহ বিভিন্ন সাংবাদিক নেতা ও গণমাধ্যমকর্মীরা।

এদিকে একই দাবিতে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এক প্রতিবাদ সমাবেশে আয়োজন করে। 

এ আয়োজনে সাংবাদিক নেতারা হামলাকারীদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (একাংশ) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, 'আমরা দেখেছি দ্য ডেইলি স্টার ও প্রথম আলো আগুনে জ্বলছে। অসহায় সাংবাদিকরা প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি করছেন। এক বোন দ্য ডেইলি স্টারের ছাদে আশ্রয় নিয়েছিলেন। সেদিন তার আর্তনাদ বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে।' 

তিনি আরও বলেন, 'এ দৃশ্য আমরা ১৯৭১ সালে দেখেছি। এটা কী ধরনের সভ্যতা? কী ধরনের মানবতা? মানুষকে জীবন্ত পুড়িয়ে মারাকে কীভাবে সভ্যতা বা মানবতা বলা যায়?'

প্রথম আলোর অনলাইন বিভাগের উপপ্রধান শওকত হোসেন মাসুম বলেন, হামলাকারীরা প্রকাশ্যে এসেছে—কারণ তারা জানে তাদের কিছু হবে না। 

তিনি আরও বলেন, এটি শুধু কণ্ঠরোধের চেষ্টা নয়, সাংবাদিকদের অস্তিত্বের ওপর হামলা।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামসহ অন্য বক্তারা বলেন, হামলাকারীদের শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের হামলা আরও বাড়বে। 

তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে বিপিজেএ সভাপতি এ কে এম মহসিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ডেইলি স্টারের প্রধান আলোকচিত্রী আনিসুর রহমান, বিপিজেএ সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago