‘একটি কালো অধ্যায়’
দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে একযোগে হামলার খবর দেশের গণমাধ্যমগুলোতে প্রাধান্য দিয়ে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনগুলোতে এই সহিংস হামলাকে দেশের সংবাদপত্রের ইতিহাসের একটি 'কালো অধ্যায়' হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া, নজিরবিহীন এ হামলার ভয়াবহতা ও সাংবাদিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
তরুণ নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার জেরে কীভাবে হামলাকারীরা পত্রিকা দুটির ভবনে তাণ্ডব চালিয়েছে, বেশ কিছু সংবাদমাধ্যম তার বিস্তারিত বিবরণ দিয়েছে।
বিবিসি বাংলা 'মাথা নোয়াবার নয়' শীর্ষক এক প্রতিবেদনে ডেইলি স্টারের একদিন বাদে মুদ্রণে ফেরার বিষয়টি তুলে ধরেছে। সংবাদমাধ্যমটি ডেইলি স্টারের প্রথম পাতার প্রতীকী শিরোনাম 'Unbowed' (অবনত নয়)-এর দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।
প্রতিবেদনে বলা হয়, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে একদিন প্রকাশনা বন্ধ থাকার পর আজ আবার প্রকাশিত হয়েছে প্রথম আলো ও ডেইলি স্টার। সংবাদপত্রের ছুটি সংক্রান্ত কারণ ছাড়া এবারই প্রথম বারের মতো পত্রিকা দুটির প্রকাশনা বন্ধ ছিল।
দ্য ডেইলি স্টার পত্রিকা একদিন বিরতি দিয়ে শনিবার ছাপিয়েছে- এক শব্দে শিরোনামে বার্তা দিয়েছে ৩৩ বছর পুরনো পত্রিকাটি- Unbowed অর্থাৎ 'অদমিত' বা 'মাথা নোয়াবার নয়'।
খবরে বলা হচ্ছে- সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর এক নৃশংস হামলায় গতকাল গভীর রাতে ঢাকায় দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর প্রধান কার্যালয়ে সমন্বিতভাবে হামলা চালায় একদল লোক।
এতে আরও বলা হয়, তারা অফিসগুলোতে ভাঙচুর চালায়, মূল্যবান জিনিসপত্র লুট করে, আগুন ধরিয়ে দেয় এবং দ্য ডেইলি স্টারের ভেতরে সাংবাদিক ও কর্মীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখে। ২৮ জন সাংবাদিক ছাদে আটকে থাকার কয়েক ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়।
হামলার কারণে একদিন বিরতি দিয়ে প্রথম আলো আজ পত্রিকা ছাপিয়েছে—আজকের প্রধান শিরোনাম— প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত।
এই প্রতিবেদনে বলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হলো দেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো। হামলা শুরু হলে প্রথম আলোর সাংবাদিক ও কর্মীরা প্রাণ বাঁচাতে দ্রুত কার্যালয় ত্যাগ করেন।
ডেইলি টাইমস অব বাংলাদেশ তাদের প্রথম পাতার ওপরের অর্ধেক অংশ ফাঁকা রাখে এবং সেখানে শুধু প্রথম আলো ও ডেইলি স্টারের লোগো ছাপায়।
বাংলা দৈনিক সমকাল হামলার এই ঘটনাকে 'গণমাধ্যমের ইতিহাসে কালো অধ্যায়' হিসেবে বর্ণনা করেছে।
তারা উল্লেখ করেছে, নজিরবিহীন হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়। বৃহস্পতিবার মধ্যরাতে এই দুই সংবাদমাধ্যমের ওপর যে তাণ্ডব চালানো হয়েছে, গতকাল শুক্রবার সরেজমিন তার ক্ষতচিহ্ন দেখা গেছে ভবনজুড়ে। পুড়ে যাওয়া অনেক নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল তখনো।
এছাড়া, নিউ এজ 'Protests Against Attack on Media Pour In' অর্থাৎ 'সংবাদমাধ্যমে হামলার প্রতিবাদে বিক্ষোভের ঢল' শিরোনামের প্রতিবেদনে জানিয়েছে যে, দুটি দৈনিক এবং নিউ এজ সম্পাদক নূরুল কবিরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে।

Comments