ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলায় জড়িতদের বিচার হবে: প্রেস সচিব
ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে সাম্প্রতিক হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, দণ্ডবিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য আইনে মামলা করা হয়েছে এবং হামলায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঢাকায় ডেইলি স্টারের কার্যালয়ে একদল উন্মত্ত জনতা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় নয়তলা ভবনের কয়েকটি অংশে আগুন ধরিয়ে দেয় তারা।
প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লাগার পর দ্রুতই পুরো ভবনে আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।
এই হামলায় সাংবাদিক ও কর্মচারীদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় অন্তত ২৮ জন কর্মীকে উদ্ধার করা হয়।
হামলার কারণে ১৯ ডিসেম্বর দ্য ডেইলি স্টারের ছাপা সংস্করণ প্রকাশ বন্ধ রাখতে হয় এবং অনলাইন কার্যক্রমও ১৭ ঘণ্টা বন্ধ ছিল।


Comments