ডেইলি স্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ: ৯ আসামি আদালতে
রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে আজ আদালতে হাজির করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করা হয় বলে জানান তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক ও মামলাটির তদন্ত কর্মকর্তা মো. আশিক ইকবাল।
লিখিত বিবৃতিতে তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পত্রিকাটির হেড অব অপারেশন মিজানুর রহমান বাদি হয়ে তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছেন।
তদন্ত কর্মকর্তা মো. আশিক ইকবাল আরও জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ অবস্থায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটকে রাখার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।
আজ আদালতে নেওয়া আসামিরা হলেন—মো. মাইনুল ইসলাম (২২), জুলফিকার আলী সৌরভ (২২), মো. আলমাস আলী (৩২), মো. জুবায়ের হোসেন (২১), আয়নুল হক কাশেমী (৩০), আব্দুর রহমান পলাশ (৩০), মো. জান্নাতুল নাঈম (২১), মো. কারী মুয়াজবীন আ. রহমান (৩৪) ও মো. ফয়সাল আহমেদ (২৪)।
একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপি।


Comments