ডেইলি স্টার-প্রথম আলোতে হামলাকারীদের পরিচয় শনাক্ত: ধর্ম উপদেষ্টা
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দ্য ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, একইসঙ্গে ময়মনসিংহে হিন্দু যুবককে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়াসহ অন্যান্য প্রতিষ্ঠানে হামলার ঘটনাকে গর্হিত অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ধর্ম উপদেষ্টা বলেন, 'প্রথম আলো ও ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে, আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি তাদের কিছু ছবি, তাদের কিছু পরিচয় আমরা ইতোমধ্যে শনাক্ত করেছি। তাদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।'
অন্যদিকে ময়মনসিংহে পোশাক কারখানা কর্মী দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও তার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় উপদেষ্টা দুঃখ প্রকাশ করে বলেন, 'এটা অত্যন্ত নিন্দনীয়, গর্হিত কাজ। সরকার কোনোভাবে কাউকে আইন হাতে তুলে নিতে দেবে না।'
এক প্রশ্নের জবাবে ছায়ানটে হামলার বিষয়ে তিনি বলেন, 'প্রতিষ্ঠানে আগুন দেওয়া, মানুষ পুড়িয়ে হত্যা—এগুলো আমাদের কাছে কাম্য নয়। আমরা এটাকে অন্যায় ও গর্হিত কাজ বলে বিবেচনা করি। এদের আইনের আওতায় আনার জন্য আমরা বদ্ধপরিকর।'
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর রাতে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার ও প্রথম আলো একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত হামলার শিকার হয়। পরের দিন দুইটি পত্রিকার প্রকাশনা বন্ধ থাকলেও ২১ ডিসেম্বর থেকে বিশেষ ব্যবস্থাপনায় সংবাদপত্র দুইটি প্রকাশ হচ্ছে। তবে দুটি পত্রিকা অফিসই এখন ধ্বংসস্তূপের মতো হয়ে আছে।


Comments