‘আওয়ামী লীগের সঙ্গে গোপন বৈঠক’: মেজর সাদিকুল পাঁচ দিনের রিমান্ডে

আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সদস্যদের নিয়ে 'গোপন বৈঠকের' অভিযোগে করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর সাদিকুল হককে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. জেহাদ হোসেন সাদিকুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

গত ১৭ জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসা এক অভিযোগের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকার বাসা থেকে সাদিকুলকে আটক করে সামরিক হেফাজতে নেওয়া হয়।

পরে গত ২৯ অক্টোবর সামরিক আদালতে তিন মাসের কারাদণ্ড দেওয়ার পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

রিমান্ড আবেদনে জানানো হয়, গত ৩ ও ৮ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার কাছে কেবি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বৈঠকগুলোতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের প্রধান প্রশিক্ষক ছিলেন সাদিকুল। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা ওই বৈঠকগুলোতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৩০০ থেকে ৪০০ নেতাকর্মী অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া গত ৬ আগস্ট মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তার স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিনকেও মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১৩ জুলাই ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে পুলিশ।

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

1h ago

Farewell

9h ago