‘সরকারকে বেকায়দায় ফেলার বৈঠক’ বিএনপির ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

'সরকারকে বেকায়দায় ফেলার জন্য গোপন বৈঠক' করার সময় রাজধানীর মহাখালী এলাকার একটি ফুডকোর্ট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এসকেএস টাওয়ার থেকে বিএনপির ৩২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।'

তিনি বলেন, 'তারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের গ্রেপ্তার করেছি।'

তিনি জানান, পুলিশের ওপর হামলা ও ককটেল বোমা উদ্ধারের অভিযোগে গত ২৩ অক্টোবর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বনানী থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ রয়েছেন।

Comments

The Daily Star  | English
Dutch East India Company

How the Dutch East India Company invented the MNC

On a March day in 1602, the Dutch Republic tried to solve a problem of commerce with a piece of statecraft. Rival merchant groups were bidding up the cost of spices in Asia, squeezing profits at home, while the war for independence from Spain made overseas trade inseparable from national security.

40m ago