বাসে ধর্ষণের ‘হুমকি’, ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক-সহকারী আটক

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে 'ভিক্টর ক্লাসিক' পরিবহনের একটি বাসে এক নারীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। 

হুমকির প্রতিবাদ করায় আরেক যাত্রীকে মারধরের অভিযোগে পৃথক একটি মামলাও হয়েছে।

আজ শনিবার পশ্চিম টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

'চালক মো. আ. হালিম (২৯) ও তার সহকারী মো. আমির হোসেনকে (৪৫) আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ স্বীকার করেছেন। বাসটি জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,' বলেন ওসি।

ধর্ষণের হুমকির অভিযোগে বলা হয়, গত ১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. নাইম ইসলামের স্ত্রী উত্তরা থেকে টঙ্গী যাচ্ছিলেন ভিক্টর পরিবহনের বাসে। সংরক্ষিত আসনে বসে থাকা ওই নারীকে উদ্দেশ্য করে বাসচালক উসকানিমূলক ও অশ্লীল মন্তব্য করেন।

বাসটি টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমির সামনে গেলে ওই নারী চালককে বাস থামাতে বলেন। বাস না থামালে ওই নারী তখন চিৎকার করেন। এ সময় চালক তাকে বাসের ভেতরে ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এসময় বাসের যাত্রী নুরনবী এ ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে গেলে চালক ও তার সহকারীর সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

পরে হোসেন মার্কেট এলাকায় বাসটি থামালে ওই নারী নেমে যান। কিন্তু সবাই নেমে যাওয়ার পর নুরনবীকে রড দিয়ে পেটায় চালক, সহকারী ও অপর আরেকজন।

পরে স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হয়। চালক ও তার সহকারী প্রথমে পালিয়ে যায়। এরপর একই পরিবহনের আরেক চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে অভিযুক্ত চালক ও সহকারীকেও আটক করা হয়।

এ ঘটনায় জবি শিক্ষার্থী মো. নাইম ইসলাম পশ্চিম টঙ্গী থানায় ধর্ষণের হুমকির অভিযোগে মামলা করেন।

Comments

The Daily Star  | English
cold wave advisory for farmers Bangladesh

Farmers urged to protect crops, livestock against ongoing cold wave

Bangladesh Agro-Meteorological Information Service issued special bulletin today

1h ago