যশোরে বরফকল মালিককে গুলি করে হত্যা
যশোরে একটি বরফকল মালিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত ব্যক্তির নাম রানা প্রতাপ বৈরাগী (৩৮)।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউল্লাহ খান জানান, আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার মনিরামপুর উপজেলার কোপালিয়া বাজারে এ ঘটনা ঘটেছে।
রানা কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের স্কুলশিক্ষক তুষার বৈরাগীর ছেলে। তিনি কোপালিয়া বাজারে বরফকল চালাতেন।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার ফারুক দ্য ডেইলি স্টারকে জানান, রানা গত ২ বছর ধরে কোপালিয়া বাজারের একটি ক্লিনিকের পাশে বরফকলটি চালাচ্ছিলেন।
তিনি বলেন, 'আজ সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত রানাকে বরফকল থেকে ডেকে বাইরে আনে। এরপর খুব কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায়।'
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে রানাকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে বাইরে আনে এবং পাশের একটি গলিতে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ বাকবিতণ্ডার পর তারা রানার মাথায় কয়েকবার গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি রাজিউল্লাহ জানান, দুর্বৃত্তরা রানার মাথায় একাধিকবার গুলি করেছে।
তিনি বলেন, 'খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রানার মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।'
তিনি জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ব্যবসায়িক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

Comments