কারওয়ানবাজারে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

মুসাব্বীর। ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ানবাজার সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত মুসাব্বীর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন।

আজ বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কাজী নজরুল অ্যাভিনিউয়ে স্টার হোটেলের কাছে তাকে গুলি করে দুর্বত্তরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (তেজগাঁও জোন) ফজলুল করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্বৃত্তরা মুসাব্বীর ও আরেকজনকে গুলি করে বলে জানান তিনি।

গুলিবিদ্ধ মুসাব্বীরকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।

অপর গুলিবিদ্ধ সুফিয়ান ব্যাপারী মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English