বরিশালে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ হাসিনার বরিশাল জনসভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

বরিশালে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেল ৩টায় তিনি সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সর্বস্তরের জনমানুষের ভিড়ে পরিপূর্ণ বঙ্গবন্ধু উদ্যান। বিভাগের ৬ জেলার ৪২ উপজেলার হাজারো আওয়ামী লীগ নেতাকর্মী সকাল থেকে মিছিল নিয়ে প্রবেশ করছে বরিশাল নগরীতে। 

বাস, লঞ্চ ও ট্রলারে মিছিল নিয়ে তারা নগরীতে প্রবেশ করেন। স্লোগানে মুখরিত বঙ্গবন্ধু উদ্যান ও নগরীর গুরুত্বপূর্ণ সব সড়ক।

বিকেল ৩টায় সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: টিটু দাস/স্টার

বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের নেতৃত্বে হাজারো নেতাকর্মীকে কীর্তনখোলার তীরে অবস্থান করতে দেখা যায়।

মেহেন্দীগঞ্জের দুর্গম উলানিয়া থেকে ট্রলারে এসেছেন রায়হান। তিনি দ্য ডেইলি স্টারকে জানান, শুধু প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে তিনি ছুটে এসেছেন।

৭০ বছর বয়সী আলমগীর ফকির এসেছেন ভোলা থেকে। তিনি বলেন, 'প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দক্ষিণাঞ্চলবাসীকে পদ্মা সেতু উপহার দেয়ার জন্য।'

স্লোগানে মুখরিত বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সব সড়ক। ছবি: টিটু দাস/স্টার

প্রধানমন্ত্রীর জনসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ও স্বতন্ত্র পদে প্রার্থীরাও উপস্থিত আছেন।

সভা উপলক্ষে গঠিত সমন্বয় কমিটির প্রধান আবুল হাসানাত আবদুল্লাহ ডেইলি স্টারকে বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশালবাসী উচ্ছ্বসিত। তারা দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন।'

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় ভাষণ দেন।

গত ২০ ডিসেম্বর সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৬ ডিসেম্বর রংপুরে যান তিনি।

 

Comments

The Daily Star  | English
nepal parliament set on fire

Protesters set Nepal parliament on fire

Hundreds have breached the parliament area and torched the main building, a spokesman for the Parliament Secretariat says

1h ago