ভোটের আগের দিনেই কাজ করছে না নির্বাচন কমিশনের ২১ কোটি টাকার অ্যাপ

স্মার্ট ইলেকশন অ্যাপ

ভোটকেন্দ্রসহ নির্বাচন সংক্রান্ত তথ্য খুঁজে পেতে ভোটারদের সহায়তা করতে ২১ কোটি টাকা ব্যয় করে তৈরি করা নির্বাচন কমিশনের অ্যাপটি নির্বাচনের আগের দিনই ক্রাশ করেছে।

গত ১ জানুয়ারি নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমসহ অন্যান্য কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই দিন থেকেই ভোটাররা এই অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রসহ নির্বাচন সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

তবে, অ্যাপটি ব্যবহার করার চেষ্টা করেছেন এমন অন্তত ৫ জন ভোটার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আজ সন্ধ্যার পর থেকে বেশ কয়েকবার চেষ্টা করেও তারা এই অ্যাপে প্রবেশ করতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন বলেন, 'সমস্যাটি সাময়িক, শিগগির সমাধান করা হবে।'

তিনি বলেন, 'আমাদের ধারণা, অনেক বেশি মানুষ অ্যাপটিতে ঢোকার চেষ্টা করছেন। অ্যাপে অ্যাক্সেস করার চেষ্টাকারীর সংখ্যা হয়তো এর সক্ষমতা ছাড়িয়ে গেছে।'

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হবে।

যেভাবে সেবা দেবে অ্যাপটি

যে সব ভোটাররা এখনো জানেন না যে তারা কোন নির্বাচনী এলাকার অধীনে, তাদের নির্বাচনী এলাকার প্রার্থী কারা, তারা নির্বাচন কমিশনের অ্যাপ স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি ব্যবহার করতে পারেন।

অ্যাপটি ডাউনলোড করে জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। এরপর সেখানে ভোটকেন্দ্রের ঠিকানা, ভোটদানের ক্রমিক নম্বর, এমনকি নির্বাচনী এলাকার অন্যান্য ভোটারদের সম্পর্কেও তথ্য দেখাবে।

অ্যাপটিতে ভোটের দিন প্রতি দুই ঘণ্টা পরপর মোট ভোটদানকারীর সংখ্যাও দেখাবে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

1h ago