শামীমকে হারিয়ে জয়ী এ কে আজাদ

শামীমকে হারিয়ে জয়ী এ কে আজাদ
এ কে আজাদ। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

রোববার রাতে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

এতে দেখা গেছে, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৯৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।

এই দুই প্রার্থী মধ্যে ভোটের ব্যবধান ৫৯ হাজার নয়টি। আসনটিতে প্রায় ৫২ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়েছে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটির উপদেষ্টাও এ কে আজাদ। ওই কমিটির সভাপতি শামীম হকের নেতৃত্বে জেলা কমিটি তাকে বহিষ্কার করে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্ত কমিটির এখতিয়ারবহির্ভূত।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago