চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, র‌্যাবের গুলি

উপনির্বাচনে সংঘর্ষ
চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে শহরের নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব সেখানে গেলে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকরা র‌্যাবকে লক্ষ্য করে ককটেল ছোড়ে বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, এই সময় র‍্যাবকে লক্ষ্য করে একটি তিনটি ককটেল ছোড়া হয়। ককটেল তিনটি বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি।

বুধবার সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব সদস্যরা শর্টগান ও এসএমজির প্রায় ৩০ রাউন্ড গুলি ছোড়ে জানান র‍্যাবের চাঁপাইনবাবগঞ্জ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রুহ-ফি- তাহমিন তৌকির।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গুলি করা হয়েছে। এই ঘটনায় কেউ আহত হয়নি।

এর আগে সকালে একই কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেখান থেকে একটি ককটেল উদ্ধার করে র‌্যাব।

ভোটকেন্দ্রে ৪টি ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুরে একটি ভোটকেন্দ্রে ৪টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।

দুপুরে কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনাটি ঘটে।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সফিকুল আলম বলেন, দুপুর ২টার আগে ভোটকেন্দ্রের ভেতরে ৪টি ককটেল বিষ্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এই ঘটনায় কেউ আহত হয়নি। এ ঘটনায় প্রায় পৌনে ১ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

Comments

The Daily Star  | English

Bangladesh-origin NYPD officer killed in Manhattan shooting

Didarul Islam's wife was eight-months pregnant and the couple had two young boys

41m ago