জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই: ইসি সচিব

বৈঠক শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: স্টার

আগামী জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ সোমবার ইসির সঙ্গে বৈঠকে অংশ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা আরও জানিয়েছেন, বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় বলে তারা এ বিষয়ে সচেতন রয়েছেন।

বৈঠক শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, 'বৈঠকে গোয়েন্দা প্রতিবেদন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের বক্তব্য অনুযায়ী, 'জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই।'

তিনি বলেন, 'গতকাল হরতালের পর আগামী তিন দিন অবরোধ পালন করবে বিএনপি।'

ইসি সচিব জাহাঙ্গীর আরও বলেন, 'বিএনপির কর্মসূচিতে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকবে।

জাহাঙ্গীর বলেন, 'বর্তমান পরিস্থিতি দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার জন্য অনুকূল।'

তিনি বলেন, 'নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে।'

নির্বাচনকে সামনে রেখে কমিশন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ প্রধান, র‌্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করে।

 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

2h ago