বকশীগঞ্জের মেয়র হলেন বিএনপির বহিষ্কৃত নেতা ফকরুজ্জামান

মো. ফকরুজ্জামান। ছবি: সংগৃহীত

বিএনপির বহিষ্কৃত নেতা মো. ফকরুজ্জামান বেসরকারিভাবে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা যায়, চারজন প্রার্থীর মধ্যে ফকরুজ্জামান সর্বোচ্চ ৮ হাজার ৫৪২ ভোট পেয়েছেন।

পৌর নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় জামালপুর জেলা বিএনপি বহিষ্কার করে ফকরুজ্জামানকে।

ফকরুজ্জামানের নিকটতম প্রতিদ্বন্দ্বী বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন তালুকদার বাবুল ৭ হাজার ৫৪৩ ভোট এবং সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ৭ হাজার ৪২০ ভোট পেয়েছেন।

এ ছাড়া, আরেক প্রার্থী মো. আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর পেয়েছেন ১ হাজার ২৬৫ ভোট।

রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, নির্বাচনে ৬৯ দশমিক ৯২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago