দুর্গাপুরে ২ কেন্দ্রে সংঘর্ষ, আহত ৮

রাজশাহী
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে দুই ভোটকেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত আট জন আহত হয়েছেন।

আহতরা হলেন- গোপালপুর গ্রামের আমজাদ হোসেন, আজের উদ্দিন, শহিদুল ইসলাম, শুকচাঁদ, মিঠু, আব্দুর রাজ্জাক, সান্টু ও পানানগর গ্রামের শিহাব হোসেন।

তারা দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও গ্রাম্য চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সরদার (ঘোড়া প্রতীক) ও শরিফুজ্জামান শরীফের (মোটরসাইকেল প্রতীক) সমর্থকদেন সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, সকাল ৮টায় গোপালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ভোটগ্রহণ শুরুর আগ মুহূর্তে এ সংঘর্ষ হয়।

তবে স্থানীয়রা জানান, দুই গ্রুপ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।

তারা জানান, সংঘর্ষকারীরা লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।

এদিকে, সকাল সাড়ে ৯টায় পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছে ভোট চলাকালীন আরেকটি সংঘর্ষে একজন আহত হয়েছেন।

আহতের নাম শিহাব। পুলিশ এ ঘটনায় ওই এলাকা থেকে একজনকে আটক করেছে।

পরে পুলিশ দুটি ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও স্বীকৃতি প্রামাণিক বলেন, 'বিক্ষিপ্ত দুটি ঘটনা ছাড়া উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।'

এছাড়া নন্দীগ্রাম দারুস সালাম আলিম মাদ্রাসা কেন্দ্রের সামনে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে র‍্যাব-৫ এর সদস্যরা আতাহার আলী (৪২) নামে একজনকে আটক করেছে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago