নির্বাচনের আড়াই বছর পর দায়িত্ব নিচ্ছেন লুটেরচর ইউপি চেয়ারম্যান

নির্বাচনের আড়াই বছর পর দায়িত্ব নিচ্ছেন লুটেরচর ইউপি চেয়ারম্যান
শপথ নিচ্ছেন লুটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক | ছবি: সংগৃহীত

নির্বাচনের দুই বছর সাত মাস পর কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক দায়িত্ব নিতে যাচ্ছেন।

আজ শুক্রবার থেকে দায়িত্ব পালন শুরু করবেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মোজাম্মেল।

গতকাল কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান তাকে শপথ পাঠ করান।

সূত্র অনুসারে, ২০২১ সালের ১১ নভেম্বর মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সানাউল্লাহ সিকদার তিন হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হন।

আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্রপ্রার্থী মোজাম্মেল হক পান তিন হাজার ২১৮ ভোট। এই ফলাফল চ্যালেঞ্জ করে মোজাম্মেল হক পুনরায় ভোট গণনার আবেদন করেন। শেষ পর্যন্ত এই জটিলতা আদালত পর্যন্ত গড়ায়।

আদালতের আদেশে প্রকাশ্যে ভোট গণনা হয়। মোজাম্মেল হক তিন হাজার ১৭৭ ভোট এবং সানাউল্লাহ পান তিন হাজার ১৪৯ ভোট। চলতি বছরের ১৬ মে নির্বাচন কমিশন মোজাম্মেল হককে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

মোজাম্মেল ডেইলি স্টারকে বলেন, 'আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েও দুই বছর সাত মাস পরে জনপ্রতিনিধির চেয়ারে বসতে পারলাম। এই জয় লুটেরচরবাসীর জয়। সরকারের কাছে আমি সবিনয় দাবি জানাচ্ছি, আমাকে যেন পূর্ণ মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হয়।'

মেঘনা উপজেলা নির্বাহী অফিসার রেনু দাশ জানান, ৭ জুন থেকে মোজাম্মেল হক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago