ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে পারবো: ইসি আনোয়ারুল

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসি আনোয়ারুল ইসলাম। ছবি: স্টার

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, 'ডিসেম্বরকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করছি। আমরা প্রস্তুত। ইনশাল্লাহ, আমরা ডিসেম্বরে নির্বাচন করতে পারবো।'

আজ বুধবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, 'আমরা ঘরে ঘরে গিয়ে ইতোমধ্যে ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। এখন পুরোদমে রেজিস্ট্রেশন চলছে। এ দেশের মানুষ ভোট দিতে আগ্রহী বলেই উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটার হওয়ার জন্য কষ্ট করছেন। মাঠ প্রশাসনের কর্মকর্তারাও আন্তরিকভাবে সহযোগিতা করছেন। সমন্বিতভাবে ভোটার তালিকার কাজটি শেষ করার জন্য সবাই সচেষ্ট।'

তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বর বক্তৃতায় বলেছেন, ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন হবে। আমরা ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং আমরা বিশ্বাস করি, ডিসেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব হবে।'

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে এক বছর সময় লাগবে। তাহলে ডিসেম্বরে (জাতীয় সংসদ) নির্বাচন করার যে ঘোষণা, সেই টাইমলাইনের মধ্যে করা সম্ভব হবে না।'

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোছাম্মদ জোবাইদা খাতুন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমসহ ছয় উপজেলার সব নির্বাচন অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

7h ago