‘শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি

ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রতীক হিসেবে 'শাপলা' বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে 'শাপলা' পাবে না।

আজ বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানিয়েছেন।

নাগরিক ঐক্য কেটলির পরিবর্তে শাপলা প্রতীক চেয়েছে। গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে শাপলা চেয়েছে।

যেহেতু শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক, তাই কমিশন এটিকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না মর্মে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, নির্বাচন কমিশন নিবন্ধিত দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনী প্রতীকের সংখ্যা ৬৯টি থেকে কমপক্ষে ১১৫টিতে উন্নীত করার পরিকল্পনা করছে।

'সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সংজ্ঞা দেওয়া আছে। মর্যাদা রক্ষার জন্য আইন ও বিধি রয়েছে। যদিও জাতীয় ফুল বা পাখি সম্পর্কে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে শাপলা সংবিধানে জাতীয় প্রতীক হিসেবে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে,' যোগ করেন মাছউদ।

কমিশনার আরও বলেন, 'আমরা ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে, শাপলা প্রতীকের তফসিলের অন্তর্ভুক্ত হবে না—যেহেতু এটি একটি জাতীয় প্রতীক। প্রতীক তালিকা থেকে এটিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল এবং আমরা সেটিই পুনর্ব্যক্ত করছি। প্রস্তাবিত নির্বাচনী প্রতীকের সম্প্রসারিত তালিকা শিগগির আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।'

Comments