প্রতীকের মালিক কমিশন, নিবন্ধন স্থগিত থাকলেও তালিকায় থাকছে নৌকা: ইসি

নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও নির্বাচনের প্রতীক তালিকায় নৌকা থাকছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

আজ রোববার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'নিবন্ধন স্থগিত থাকলেও প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। দল বিলোপ ঘোষণা করলেও প্রতীক সংরক্ষণে রাখা হয়। প্রতীকের মালিক নির্বাচন কমিশন।'

'নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা ইসির প্রতীক তালিকায় বহাল থাকবে,' যোগ করেন তিনি।

ইসি মাছউদ আরও বলেন, 'নৌকা প্রতীক একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। দলটির নামে অ্যালোটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে, দল তো বাতিল হয়নি, পার্টি আছে। পার্টি যদি বাতিলও হয়, প্রতীক বাতিল হবে না।'

নৌকা প্রতীক ইসির প্রতীক তালিকা থেকে বাদ না দেওয়ার যুক্তি তুলে ধরে তিনি বলেন, 'আমাদের অবস্থান আইনের অবস্থান। ফ্রিডম পার্টির বোধহয় এখন অস্তিত্ব নেই, কিন্তু তাদের প্রতীক তো এখনো আছে। আমরা অ্যালট করি, দলটির নামে অ্যালট হয়ে গেলে তা ব্যবহার করবে। পার্টি ডিজলভ যদি হয়, প্রতীক ডিজলভ হবে না। এটা লজিক্যাল।'

অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। নিবন্ধন স্থগিত থাকায় দলটির প্রতীক 'নৌকা' ইসির সংরক্ষিত প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদনে প্রতীক বরাদ্দের তালিকায় শাপলা যুক্ত করার আহ্বান জানিয়েছে এনসিপি।

কিন্তু, নৌকা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তফসিল থেকে বাদ যাবে না বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

এর আগে গত ১০ জুলাই নির্বাচনী প্রতীক হিসেবে 'শাপলা' বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি।

২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন প্রথা চালু হলে দলের নামে প্রতীক সংরক্ষিত করে ইসি। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করার জন্য নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীর ৬৯টি প্রতীক সংরক্ষিত রয়েছে।

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এই বিধিমালা সংশোধন করে বিদ্যমান ও প্রস্তাবিত প্রতীক মিলিয়ে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। বিধিমালার খসড়াটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

5h ago