খসড়া তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: স্টার

দেশে বর্তমান ভোটারের সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩১ আগস্ট প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব। 

চলতি বছরে তিনটি ভোটার তালিকা হচ্ছে জানিয়ে ইসি সচিব বলেন, 'এ বছর মূলত তিনটি তালিকা হচ্ছে। একটি ২ মার্চ চূড়ান্ত করা হয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত আরেকটি চূড়ান্ত হবে এবং ৩১ অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে নতুন ভোটারদের তালিকা চূড়ান্ত হবে। কাজেই আমরা তিনটি ভোটার তালিকা এ বছর পাচ্ছি।'

ইসি সচিব জানান, 'যারা যুব এবং ভোট দিতে উৎসাহী এক বছর অপেক্ষা না করে, তারা যেন ভোট দিতে পারেন, তাদের অন্তর্ভুক্তি করার জন্য এই তালিকা হচ্ছে।'

ইসি সচিব আখতার আহমেদ বলেন, 'চলতি বছরের ২ মার্চ ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। এ সময়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। সব মিলিয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সম্পূরক তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার হয়েছেন ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।'

তিনি বলেন, 'সম্পূরক খসড়া আজ আমাদের অফিসগুলোতে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে তাদের যদি কোনো সংশোধনী থাকে, সেক্ষেত্রে সংশোধনীগুলো আমাদের জানাবে এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা ৩১ আগস্ট চূড়ান্ত করব। এ ছাড়া, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের অন্তর্ভুক্ত করে আরেকটি তালিকা প্রকাশ করব।'

এ ক্ষেত্রে ইসির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে ভোটার অন্তর্ভুক্তির হার ৩ দশমিক ৬৯ শতাংশ এবং ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৯৭ শতাংশ।

সচিব বলেন, '২১ আগস্ট পর্যন্ত এই খসড়া তালিকার ওপর যেকোনো ভুলত্রুটি সংশোধনের জন্য আবেদন করা যাবে।'

এই আবেদনের নিষ্পত্তি হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করা হবে।
 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago