নির্বাচনের আগে ৯ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি

নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আসন্ন এই নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্র হতে পারে ৪৫ হাজার ৯৮টি এবং সম্ভাব্য ভোটকক্ষ হতে পারে ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি।

সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভা হয় গত ৬ আগস্ট। আজ মঙ্গলবার ইসি সচিবালয় ওই সভার কার্যবিবরণীর চিঠি জারি করে।

ইসির কার্যবিবরণী অনুযায়ী, নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা প্রয়োজন হবে মোট ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন। আগের সব নির্বাচনে প্রয়োজনের চেয়ে ১০ শতাংশ বেশি ভোটগ্রহণ কমকর্তাকে প্যানেলভুক্ত করা হয়েছে। 
এর মধ্যে ৫ শতাংশ অতিরিক্ত ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে আগামী নির্বাচন উপলক্ষে মোট ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সভায় জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন ভোটার, ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র ও ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি ভোটকক্ষ ছিল। 

এবারের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে নির্বাচনে সম্ভাব্য ভোটারের সংখ্যা দাঁড়াতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন।

Comments

The Daily Star  | English
The Costs Of Autonomy Loss of Central Bank

Bangladesh Bank’s lost autonomy has a hefty price

Economists blame rising bad debt, soaring prices and illicit fund flows on central bank’s waning independence

14h ago