মনোনয়নপত্র বৈধ-অবৈধ, ২ ক্ষেত্রেই আপিল করা যাবে: ইসি সচিব
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেছেন, যাদের মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে, তাদের বিরুদ্ধে বা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের—উভয় ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। এই আপিল আগামী ৯ জানুয়ারি পর্যন্ত করা যাবে।
আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিলের বুথ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, এসব আপিলের ওপরে আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত কমিশনে শুনানি হবে।
ইসি প্রার্থীর হলফনামা যাচাই-বাছাই করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী যে তথ্য হলফনামায় দিয়েছে, তা বাছাই করা হয়েছে। এখন সেই তথ্যের ওপরে যদি কারো কোনো আপত্তি থাকে তাহলে আপিল করবেন।
ইসিতে অনেক প্রার্থীর অভিযোগ— তারা মারধরের শিকার হয়েছেন ১ শতাংশ ভোটারের সই নিতে গিয়ে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ নিয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, 'আমার কানে এটা আসেনি। যদি এরকম অসঙ্গতি হয়ে থাকে তাহলে রিটার্নিং অফিসার এটা দেখবেন। বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে। সে সংক্ষুব্ধের কারণ উল্লেখ করে আপিল করলে সেটা পর্যালোচনা করা হবে।'
দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। ইসি বিষয়টিকে কীভাবে দেখছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'গণমাধ্যমে যদি খবর এসে থাকে, তাহলে নিশ্চয় আপিলটা হবে। আমরা ৯ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি।'


Comments