ভোট যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলার উন্নতি হবে: সিইসি

ছবি: স্টার

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি মানুষের 'আস্থা' আছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

সিইসির দাবি, দেশে ভোটের পরিবেশ আছে। ইসি হাল ছেড়ে দেয়নি। ভোট উৎসব হবে। ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। 

আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের ডাক বিভাগের অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা ভয় পাচ্ছেন— এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, 'অসুবিধা নেই। ভয় কেটে যাবে। চিন্তা করবেন না, ভয় কেটে যাবে। যতই ভোটের দিন ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে।' 

সিইসি আরও বলেন, 'অসুবিধা হবে না। দেখবেন আমরা তো কনফিডেন্ট আছি। আমরা তো হাল ছাড়িনি। আমরা এগিয়ে যাব।'

ভোটের পরিবেশ আছে কি না, জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, 'একদম একদম একদম একদম। ভোট উৎসব ইনশাল্লাহ হবে। দেখেন না এই যে উৎসবের মত দেখেন আপনারা কত কত সাংবাদিক এসেছেন। এটা উৎসবের অংশ নয়?'

ইসির প্রতি মানুষের আস্থা ফিরে আসবে কি না, জানতে চাইলে সিইসি বলেন, 'মানুষের আস্থা তো আছেই, আস্থা তো ফিরে আসার দরকার নেই।' 

গত তিন জাতীয় সংসদ নির্বাচনে ইসির প্রতি মানুষের আস্থা ছিল না— এদিকে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, 'এখন আস্থা আসবে। আপনারা দেখবেন সময় আসুক।  আমরা দেশবাসী, বড় রাজনৈতিক দলসহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়।' 

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, 'কাল আমাদের আইনশৃঙ্খলার সব বাহিনীর প্রধান একসঙ্গে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক ইলেকশনের ব্যাপারে সবাই এক। আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা এটা করব।'

ডাক বিভাগের কর্মযজ্ঞের দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, 'ভেতরে দেখেছেন, কী পরিমাণ লোক কাজ করছেন, মেশিনের মত কাজ করছেন তারা। তারা নিজেরাই একটা এনকারেজ ফিল করতেছে এবং আই স দেম কোয়াইট মোটিভেটেড। তারা খুব তারাও আনন্দ পাচ্ছেন যে দেশের জন্য একটা কাজ করতে পারবেন।'

পোস্টাল ব্যালটে কী কী চ্যালেঞ্জ আছে জানতে চাইলে তিনি আরও বলেন, 'বহু রকমের চ্যালেঞ্জ তো আছে। এই চ্যালেঞ্জগুলো যেন অ্যাড্রেস করা যায় প্রপারলি, বহুদিন ধরে আমরা এক্সারসাইজ করেছি। বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট,  বিভিন্ন দেশি-বিদেশি আইসিটি কোম্পানিগুলোর সাহায্য নিয়েছি। সবাই মিলেই তো আমরা এই সলিউশনটা বের করেছি।'
 

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

3h ago