ভোটকেন্দ্রে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরা নিয়ে ইসির ‘করণীয় কিছু নেই’

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও বডিওর্ন ক্যামেরা ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে ‌এ বিষয়ে তাদের 'করণীয় কিছু নেই'।

গত ৮ সেপ্টেম্বর ইসির উপসচিব রাশেদুল ইসলামের স্বাক্ষর করা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন লজিস্টিক্যাল ইস্যু ও কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভার পরিপ্রেক্ষিতে ইসি এই সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে এবং এর অনুলিপি মন্ত্রিপরিষদ সচিবকেও দেওয়া হয়েছে।

গত বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। ওই নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি এবং ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন নির্বাচন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। আসন্ন এই নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজারের বেশি এবং ভোটকক্ষ প্রায় ২ লাখ ৮০ হাজার হতে পারে বলে জানিয়েছে ইসি।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

23h ago