নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ, আসবেন তফসিলের পর

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ছবি: স্টার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

এজন্য ইইউ'র সঙ্গে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউ'র প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। 

তিনি বলেন, 'ইইউ দল একটি ড্রাফট দিয়ে গেছে। ড্রাফটা আমরা পর্যালোচনা করে সইয়ের ব্যাপারে আগাবো।'

বৈঠক শেষে ইসি সচিব বলেন, 'পর্যবেক্ষকদের সবাই একসঙ্গে আসবেন না। তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদাভাবে ভাগ হয়ে বাংলাদেশে আসবেন।'

ইসি সচিব আরও বলেন, 'ইইউ দল বিভিন্ন প্রশ্ন করেছেন, ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন কি না, গোপন কক্ষ সম্পর্কে জানতে চেয়েছেন। ভোট গণনার সময় তারা থাকতে পারবেন কি না, তাও জানতে চেয়েছেন।'

এর বাইরে ইইউ'র সঙ্গে আর কোনো আলোচনা হয়নি বলে জানান ইসি সচিব।

নির্বাচন পর্যবেক্ষকের জন্য কেন এমইউ প্রয়োজন হচ্ছে? ইসি সচিব এ প্রশ্নের উত্তর এড়িয়ে বলেন, 'এটা তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)। সে অনুযায়ী, আমাদের একটা খসড়া দিয়ে গেছে।'

আগে বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গে এমন ত্রিপাক্ষিক সমঝোতা হয়েছে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, 'আগে আমি নির্বাচন কমিশনে কাজ করিনি। অতএব আমার পূর্ব অভিজ্ঞতা নেই।'

খসড়ায় কী আছে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, 'তিন মিনিট আগে আমি পেয়েছি...একটু সময় দেন।'

Comments

The Daily Star  | English

BNP to finalise 200 candidates by this month

Around 100 remained "problematic" due to internal rivalries and multiple nomination seekers

9h ago