৩ মাস অপেক্ষা না করে নির্বাচন কমিশনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া উচিত: আমীর খসরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এর আগে দুপুর ১২ টা ১০ মিনিট পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
এরপর সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে জানান আমীর খসরু। তিনি জানান, আলোচনার বিষয়বস্তু ছিল মূলত নির্বাচন।
তিনি বলেন, 'যে বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে, নির্বাচন যেহেতু এখন আমাদের সামনে চলে আসছে, সুতরাং তিন মাসের জন্য অপেক্ষা না করে, তিন মাসের আগে সমস্ত দায়িত্ব—নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে, সেটা এখন থেকে হওয়া উচিত। কারণ একবার বিতর্কিত হয়ে গেলে সেটা সমস্যা হয়।'
'এ জন্য এখন থেকে সরকারের যে সিদ্ধান্তগুলো আসছে, যেকোনো সিদ্ধান্ত, যেগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনের সঙ্গে জড়িত, সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত এবং নির্বাচন কমিশনের একটা ভূমিকা থাকা উচিত। এই বিষয়টা আলোচনা হয়েছে,' যোগ করেন খসরু।
তিনি বলেন, 'ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে সবাই অপেক্ষা করছে, এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সরকার ও ইলেকশন কমিশনের পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিচ্ছে পর্যবেক্ষক পাঠাবেন।'
নির্বাচনী প্রক্রিয়ায় যেন স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা থাকে—ইউরোপীয় ইউনিয়ন সেই প্রত্যাশা ব্যক্ত করেছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আগামী দিনে তারা চায় বাংলাদেশ-ইইউ রিলেশনশিপ, আমাদের ব্যবসা যাতে অব্যাহত থাকে এবং বাংলাদেশের মধ্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। অবশ্যই আমরা স্বাগত জানিয়েছি।
সংসদকে আরও শক্তিশালী করতে চায় ইইউ জানিয়ে আমীর খসরু বলেন, 'শক্তিশালী গণতন্ত্র কাজ করবে যদি একটা শক্তিশালী পার্লামেন্ট থাকে। সে জন্য তারা পার্লামেন্টকে শক্তিশালী করার জন্য, পার্লামেন্টের কার্যক্রমকে অধিকতর কার্যকর করতে তারা সহযোগিতা করতে চায়।'
Comments