যেভাবে ভোট দেবেন প্রবাসীরা

প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘ প্রত্যাশিত ভোটদানের পদ্ধতি সম্পর্কে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ইসির ওয়েবসাইটে এই পদ্ধতির দুটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। 

পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলে জানানো হয়েছে ওয়েবসাইটে।

নিবন্ধনের জন্য প্রবাসীকে গুগল প্লে স্টোর অথবা আইফোনের অ্যাপ স্টোর থেকে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর লগইন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 

মোবাইল নম্বর প্রবেশ করানোর পর ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে, তা দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে। এরপর নিজের ছবি দিতে হবে জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি হাতে নিয়ে সেলফি তুলতে হবে)। পরবর্তীতে দিতে হবে এনআইডির ছবিও। 

এরপর পাসপোর্ট থাকলে সেটির ছবি দিতে হবে। সবশেষে বিদেশের বর্তমান ঠিকানার তথ্য দিলেই কাজ শেষ। 
সিস্টেম থেকে সব তথ্য যাচাই করে সত্যতা মিললে 'আপনি এখন নিবন্ধিত' লেখা প্রদর্শিত হবে অ্যাপে। এরপর অপেক্ষা ব্যালট পেপারের জন্য।

ইসির নির্দেশিকা অনুযায়ী, নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটারের তথ্য চলে যাবে। সে অনুযায়ী হবে পৃথক ভোটার তালিকা। 

এরপর ইসির নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ভোটারের বর্তমান ঠিকানায় মার্কা বা প্রতীক সম্বলিত ব্যালট তিনটি খামে পাঠাবেন রিটার্নিং কর্মকর্তা। একটি খামের ভেতর আরও দুটি খাম থাকবে। যার একটিতে থাকবে ব্যালট পেপার। 

আরেকটি খামে থাকবে আসন নম্বর ও রিটার্নিং কর্মকর্তার ঠিকানা। ভোটার ব্যালট পেপার বের করে ভোট দিয়ে ‍দ্বিতীয় খামটিতে ভরে কাছের পোস্ট বক্সে জমা দিলেই কাজ শেষ।

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার পাঠানো খাম পেলে ভোটার অ্যাপে প্রবেশ করবেন। এরপর নির্দেশিকা দেখে মোবাইল নম্বর নিশ্চিত করবেন। এরপর নিজের ফটো তুলবেন। পরবর্তীতে খামের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করলেই ভোটার তার আসনের সব প্রার্থীর নাম দেখতে পাবেন। আর এটা দেখা যাবে প্রার্থিতা চুড়ান্ত হওয়ার পর। 

প্রার্থিতা দেখার পর ভোটার তার কাছে পাঠানো খাম খুলে ব্যালট পেপার বের করে ভোট দেবেন এবং একটি ঘোষণাপত্রে সই করবেন। এরপর ব্যালট পেপার খামে ভরে নিকটস্থ পোস্ট অফিসে জমা দেবেন। 

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্থে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। 

পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে এবার কারাগারে থাকা ব্যক্তিরা এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

Comments

The Daily Star  | English
Dhaka airport import activities restart after fire

Fire at HSIA cargo complex likely originated in import courier section: Caab

Caab chief says several teams are investigating the incident to find out the exact cause

27m ago