রাজনৈতিক সংকট সমাধানের পর তফসিল চায় এনসিপি

এনসিপির নিবন্ধন সনদ ও প্রতীক তুলে ধরেছেন দলটির নেতারা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে খালেদা জিয়ার অসুস্থতা ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ জানিয়ে এনসিপি বলছে, সারা দেশে ডিসি-এসপি নিয়োগে রাজনৈতিক প্রভাব থাকতে পারে।

এসব নিয়ে ইসিকে আরও সতর্ক থাকতে বলেছেন এনসিপি নেতারা।

আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপি নেতারা।

সিইসির সঙ্গে এনসিপির তিন সদস্যের এই বৈঠক হয়। এ সময় এনসিপির প্রতীক 'শাপলা কলি'র নমুনা নেতাদের দেয় ইসি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'আমরা ইসিকে বলেছি, তফসিল দেওয়ার সময়য়ে যেন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, প্রত্যেকটা দলের ভেতরেই যেন নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশ থাকে এবং সার্বিক রাজনৈতিক পরিবেশটা যাতে থাকে। সেই সময়টায় যদি তফসিল দেওয়া হয় তাহলে এটা নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলের জন্য উপকার হয়।'

নাহিদ বলেন, 'লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে। আমাদেরও উদ্বেগ রয়েছে। এখন যে ডিসি-এসপি বদলি হচ্ছে, সে বিষয়ে যেন নির্বাচন কমিশন খেয়াল রাখে। সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি।'

নাহিদ আরও বলেন, 'এ বিষয়ে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে যাতে নিরপেক্ষ ব্যক্তিরাই নিযুক্ত হয়। কারণ, যদি রাজনৈতিক প্রভাব এই বদলির ক্ষেত্রে থাকে, তাহলে নির্বাচনে এর প্রভাব পড়বে।'

তফসিলের বিষয়ে ইসির সঙ্গে কী আলোচনা হয়েছে—জানতে চাইলে নাহিদ বলেন, 'তফসিল বিষয়ে তারা আমাদের সুস্পষ্টভাবে জানায়নি। আমরা বলেছি, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যেন তফসিলের ঘোষণাটি দেয়।'

ইসির প্রতি অনাস্থা জানিয়েছিল এনসিপি। সে বিষয়ে বর্তমান ভাবনা জানতে চাইলে নাহিদ বলেন, 'নির্বাচন কমিশন নিয়ে আমাদের সেই উদ্বেগ এখনো আছে। নির্বাচন কমিশন পুরনো আইনে গঠিত হয়েছে এবং আমরা এর বিরোধিতা করেছি। আমরা বলেছিলাম যে সংস্কার প্রস্তাবনা অনুযায়ী এটি গঠিত হওয়া উচিত ছিল। কিন্তু আমরা নির্বাচনের পথেও এগোতে চাই। যেহেতু বিদ্যমান বাস্তবতা অনুযায়ী সরকার এটি করেছে, আমরা এজন্য আর কঠোর হইনি।'

ইসির সঙ্গে আলাপ বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'তফসিল নিয়ে কথা হয়েছে। আমরা বলেছি, রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে তখন যদি তফসিল দেওয়া হয়, তখন কাজটা অনেক সহজ হবে।'

নাসীরুদ্দীন বলেন, 'গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। ফলে এখন দেশের যে পলিটিক্যাল সিচুয়েশন রয়েছে, সেটা হলো একটা সংকটময় পরিস্থিতি। আমরা বলছি, সংকট উত্তরণ করে সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য।'

তিনি আরও বলেন, 'যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করতে চাই এবং সবাইকে নিয়ে কাজ করতে চাই সংস্কারের পক্ষে।'

এনসিপি নির্বাচনী তফসিল পেছানোর কথা ইসিকে বলেছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, 'না। আমরা কেন তফসিল পেছাতে চাইব? আমরা বলছি, সংকটগুলো সমাধান করে তফসিল দেওয়ার জন্য।'

নির্বাচন করার মতো রাজনৈতিক স্থিতিশীলতা দেশে আছে কিনা, জানতে চাইলে নাসীরুদ্দীন বলেন, 'রাজনৈতিক সংকটময় পরিস্থিতি বিবেচনায় রাখার জন্য যাতে একটা প্যাকেজে এসে সবাই মিলে আমরা নির্বাচন ফেসটায় ঢুকতে পারি, সেটা বলেছি। অর্থাৎ আমরা সবগুলো রাজনৈতিক দল এ বিষয়ে একমত হয়েছি, এটা নিয়ে কোনো সংকট নেই।'

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

17h ago