গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সঙ্গে চলমান ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে ইসি সংলাপ শুরু করে।
কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, দুপুর আড়াইটায় প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব এবং শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত আছেন।
ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমীন মল্লিক জানান, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার ২৫ জন প্রতিনিধি এবং প্রিন্ট মিডিয়ার ১৭ জন সম্পাদকের কাছে সংলাপের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
এর আগে ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মাধ্যমে ইসি তার নির্বাচনী সংলাপ শুরু করে। নাগরিক সমাজ ও বুদ্ধিজীবীদের মধ্যে ৩০ জনকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন ১৪ জন। দ্বিতীয় পর্বে আমন্ত্রিত ৩৩ শিক্ষাবিদের মধ্যে ১৫ জন অংশ নেন।
কর্মকর্তারা জানান, আগামীকাল নারী প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে রাজনৈতিক দল ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে আলোচনা করবে কমিশন।
ইসির সঙ্গে অংশীজনদের সংলাপটি ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
Comments